আল্লু অর্জুনের অজানা পাঁচ
তেলেগু সিনেমার স্টাইলিস্ট অভিনেতা আল্লু অর্জুন। আশির দশকের মাঝামাঝি সময়ে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে নায়ক হিসেবে রুপালি পর্দায় পা রাখেন। শুরুতে তাকেও সংগ্রাম করতে হয়েছে। বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। তবে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমা। এ সিনেমার জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন তিনি। বলা যায়, ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আল্লু অর্জুন। আর সে হাওয়া বিশ্বের বিভিন্ন দেশেও লেগেছে। চলুন জেনে নিই, আল্লু অর্জুনের অজানা পাঁচটি বিষয়।
প্রিয় বই
আল্লু অর্জুন একজন বইপ্রেমী মানুষ। বছরজুড়ে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন; শুটিংয়ের জন্য তাকে নানা জায়গায় ভ্রমণ করতে, আবার কখনো কখনো বেড়াতেও যান। ভ্রমণের সময়ে বই পড়াকে বেছে নেন তিনি। তার প্রিয় বইয়ের নাম— ‘হু মুভড মাই চিজ’। এটি রচনা করেছেন মার্কিন লেখেক ড. স্পেন্সর জনসন। ভয়কে জয় করা, জীবনের বড় পরিবর্তনগুলো সুন্দরভাবে পরিচালনা করা, স্বপ্নপূরণের পথ সন্ধানের বার্তা বইটিতে দেওয়া হয়েছে।
ফটোগ্রাফার
অভিনেতা হলেও আল্লু অর্জুনের একটি গোপন নেশা আছে, তা হলো— ফটোগ্রাফি। অবসর সময় পেলেই ছবি তুলেন তিনি। এ ব্যাপারে খুবই আগ্রহী আল্লু অর্জুন। শুধু ফটোগ্রাফি নয়, সময় পেলেই আঁকাআঁকিও করেন আল্লু অর্জুন।
প্রিয় সিনেমা
আল্লু অর্জুনের প্রিয় সিনেমা ‘ইন্দ্রা’। তেলেগু ভাষার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চিরঞ্জীবী। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেন বি. গোপাল। এতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন সোনালি বেন্দ্রে, আরতি আগরওয়াল। ২০০২ সালে মুক্তি পায় এটি। এখন পর্যন্ত সিনেমাটি ১৫ বার দেখেছেন আল্লু অর্জুন। এখনো সুযোগ পেলেই এটি দেখেন বলে জানিয়েছেন আল্লু অর্জুন।
আল্লু অর্জুনের রক্তদান
প্রতি বছর আল্লু অর্জুন তার জন্মদিনে রক্তদান কর্মসূচির আয়োজন করেন। আল্লু অর্জুনসহ অভিনয়শিল্পীদের অনেকে এতে অংশ নিয়ে থাকেন। আয়োজন করেই ক্ষান্ত হন না, বরং প্রত্যেক জন্মদিনে নিজেও রক্তদান করেন আল্লু অর্জুন।
নাচিয়ে
আল্লু অর্জুন বড় মাপের একজন নৃত্যশিল্পীও। তার নাচ ও গান দর্শকদের মাঝে দারুণভাবে প্রভাব ফেলে। এটা কেবল তেলেগু রাজ্যেই নয়, হিন্দি বেল্টেও তার নাচের জনপ্রিয়তা রয়েছে। ‘ড্যাডি’ সিনেমায় চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেন আল্লু অর্জুন। সিনেমাটিতে চিরঞ্জীবীর সঙ্গে নাচতে দেখা যায় তাকে। শুটিং করতে গিয়ে আল্লু অর্জুনের নাচের দক্ষতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী।
তথ্যসূত্র: ফিল্মিবিট
ঢাকা/শান্ত