ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির ১ ঘণ্টা পরই ‘পুষ্পা টু’ সিনেমা ফাঁস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:২১, ৫ ডিসেম্বর ২০২৪
মুক্তির ১ ঘণ্টা পরই ‘পুষ্পা টু’ সিনেমা ফাঁস

‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্য

সুকুমার পরিচালিত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পেয়েছি এটি। কিন্তু মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা টু’ সিনেমা টরেন্ট প্ল্যাটফর্ম ও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা টু’ সিনেমা পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন:

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। কয়েক দিন আগে মুক্তি পায় সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কাড়েন, তেমনি শ্রীবল্লি চরিত্রে রাশমিকাও প্রশংসা কুড়ায়। এরপর ‘পুষ্পা টু’ সিনেমার চর্চা আরো জোরালো হয়।

‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও রয়েছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ৪০০-৫০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়