দীপিকা-শাহরুখকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে তৃপ্তি
তৃপ্তি দিমরি
চলতি বছরে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হয়েছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘মোস্ট পপুলার ইন্ডিয়ান স্টারস ২০২৪’-এর তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। সেখানে শাহরুখ-দীপিকার মতো তারকাকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন এই অভিনেত্রী।
ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার তকমা পেয়ে আনন্দিত তৃপ্তি দিমরি। তার ভাষায়— “আইএমডিবি ২০২৪’-এর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় এক নাম্বারে থাকা সত্যিই অনেক সম্মানের। ভক্ত-অনুরাগীদের সমর্থন ও সকলের কঠোর পরিশ্রম, সহযোগিতার পুরস্কার এই স্বীকৃতি।”
চলতি বছরে তৃপ্তি দিমরির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওয়ালা ভিডিও’, ‘ভুল ভুলাইয়া থ্রি’। এসব সিনেমার কারণে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে তার অভিনীত ‘কল্কি’, ‘ফাইটার’, ‘সিংহম এগেন’ মুক্তি পায়। তিনটি সিনেমা দিয়েই নিজের দর্শকপ্রিয়তা ধরে রাখেন এই অভিনেত্রী।
তৃতীয় অবস্থানে রয়েছেন ইশান কাট্টার। চলতি বছরে আন্তর্জাতিক সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’-এ অভিনয় করে নজর কাড়েন এই তরুণ। এতে তার সহশিল্পী ছিলেন নিকোল কিডম্যান। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। পঞ্চম অবস্থানে রয়েছেন নাগা চৈতন্যর স্ত্রী অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। ‘মাঙ্কি ম্যান’ দিয়ে হলিউডে পা রেখেছেন তিনি। ‘কল্কি’ সিনেমায় দীপিকার তেলেগু সংলাপের ডাবিং করেন তিনি। তার পরের অবস্থানে রয়েছেন শর্বরী। তার অভিনীত ‘মুঞ্জা’, ‘মহারাজ’, ‘বেদা’ সিনেমা চলতি বছরে মুক্তি পায়। তা ছাড়া আইএমডিবির ‘ব্রেকআউট স্টার’ অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী।
এ তালিকার সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছেন— ঐশ্বরিয়া রাই বচ্চন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাট ও প্রভাস।
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত