‘পুষ্পা টু’ সিনেমার প্রদর্শনে ‘রহস্যজনক স্প্রে’, অসুস্থ দর্শক
আল্লু অর্জুন, এ প্রেক্ষাগৃহে ‘রহস্যজনক স্প্রে’ প্রয়োগের ঘটনা ঘটেছে
‘পুষ্পা টু’ সিনেমার প্রদর্শনকালে প্রেক্ষাগৃহে ‘রহস্যজনক স্প্রে’ প্রয়োগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুম্বাইয়ের গেডি গ্যালাক্সি হলে এ ঘটনা ঘটে। এতে করে বেশ কজন দর্শক অসুস্থ হয়ে পড়েন। তারপর শো কিছু সময়ের জন্য বন্ধ রাখেন হল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি প্রেক্ষাগৃহে স্প্রে প্রয়োগ করেন। এরপর দর্শকরা কাশতে শুরু করেন। কারো গলা জ্বালাপোড়া করে, কেউ কেউ বমি করেন। এ ঘটনার পর হল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। সিনেমার ইন্টারমিশনের পর ১৫-২০ মিনিট শো বন্ধ রাখা হয়। পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় শো চালু করেন। এ ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।
একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে বলেন, “প্রেক্ষাগৃহের ভেতরে কী স্প্রে ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তারা ধারণা করছে, প্রেক্ষাগৃহের এক পাশে খোলা জায়গায় স্প্রে ব্যবহার করা হয়েছে।”
গতকাল বিশ্বের সাড়ে ১২ হাজার পর্দায় মুক্তি পায় আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। মুক্তির আগের রাতে বিশেষ প্রদর্শনীতে পদদলিত হয়ে এক নারী ভক্ত মারা যান এবং ১৩ বছরের এক ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। এরই মাঝে নতুন করে এই বিপত্তি দেখা দিয়েছে।
মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমা। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড।
ঢাকা/শান্ত