ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘৪২০’ থেকে ফারুকীর ‘৮৪০’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৫, ৬ ডিসেম্বর ২০২৪
‘৪২০’ থেকে ফারুকীর ‘৮৪০’

মোস্তফা সরয়ার ফারুকী, ‘৪২০’ নাটকের দৃশ্য (বাঁ থেকে)

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত তুমুল জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের চিত্রপট নাটকটিতে তুলে ধরা হয়। বলা যায়, এর আগে এতটা সাবলীলভাবে দেশের রাজনৈতিক দৃশ্যপট পর্দায় কেউ তুলে ধরতে পারেননি।

দীর্ঘ ১৭ বছর পর মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করলেন ‘৪২০’ নাটকের নতুন সিজন। যার নাম দিয়েছেন— ‘৮৪০’। নির্মাতা এটিকে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’ বলছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ‘৮৪০’ ধারাবাহিকের ট্রেইলার মুক্তির কথা রয়েছে।   

‘৮৪০’ ধারাবাহিক রচনাও করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’।”

আরো পড়ুন:

গত বছর ঠিক এই সময়ে নওগাঁ ও রাজশাহীতে ‘৮৪০’ ধারাবাহিকের শুটিং হয়েছে বলেও জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

‘৪২০’ নাটকে অভিনয় করেছিলেন— মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল প্রমুখ। ‘৮৪০’ নাটকেও তারা অভিনয় করেছেন কিনা তা জানাননি এই নির্মাতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়