ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

অস্কারে ইমনকে লড়তে হবে যাদের সঙ্গে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪
অস্কারে ইমনকে লড়তে হবে যাদের সঙ্গে

ইমন চক্রবর্তী

অস্কারে মনোনয়ন পেয়েছে ভারতীয় বাংলা গান ‘ইতি মা’। ‘পুতুল’ সিনেমাতে এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। ইতি মা গানের মাধ্যমে অস্কারের ইতিহাসে এই প্রথম মনোনয়নে নাম লিখিয়েছেন কোনো বাঙালি গায়িকা। ২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটি। ২০২৫ সালের মার্চে ঘোষিত হবে পুরস্কার। চলছে বাছাই প্রক্রিয়া। পুরো বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, বিচারক দলের সদস্যেরা ১৫টি গান ও ২০টি আবহের জন্য ভোট দিতে পারেন। প্রাথমিক পর্বের বাছাই সম্পন্ন হলে ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক ভোট পর্ব। ভোট গ্রহণ চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। তারপর মূল পর্বের নির্বাচন।

পুতুল সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জানিয়েছেন, সিনেমাটি অস্কারে কীভাবে মনোনয়ন পেলো তা জানেন না তিনি। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত তিনি কোনো বার্তাও পান নি। তবে বিদেশি গণমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। প্রথম কোনো বাংলা সিনেমার গান অস্কারের মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন এই পরিচালক।

জানা গেছে, ইমনকে অস্কার মঞ্চে পুরস্কার পেতে হলে টক্কর দিতে হবে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক তারকাদের সঙ্গে। এই প্রসঙ্গে ইন্দিরা বলেন, “আমরা যখন গানটা বানিয়েছিলাম, তখন তো এ রকম কোনো প্রত্যাশা নিয়েই বানাইনি। সিনেমাটি তৈরি করতে পাঁচ বছর সময় লেগেছে আমার। এখন যখন শুনছি, আমাদের সিনেমার গান প্রতিযোগিতায় লড়ছে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাসদের সঙ্গে, কেমন যেন অবিশ্বাস্য লাগছে।”

অস্কারে যাওয়ার আগে পুতুল সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। পরিচালকের ধারণা সেখান থেকেই সিনেমাটি আন্তর্জাতিক পরিচিত পায়। কানে একটি বিশেষ প্রদর্শনীও হয়েছিল। চলতি মাসের ১৩ ডিসেম্বর আমেরিকায় এবং ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘পুতুল’।

উল্লেখ্য, ভারতীয় সিনেমা হিসেবে এর আগে ২০০৯ সালে সেরা শব্দমিশ্রণ, সেরা গান (জয় হো) অস্কার জিতে নিয়েছিল। ‘জয় হো’ গানের সুরকার এআর রহমান, গীতিকার গুলজার। এ ছাড়াও, ওই সিনেমার ‘ও সায়া’ গানটিও মনোনয়ন পেয়েছিল। ২০২৩ সালে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরার পুরস্কার পায় অস্কার মঞ্চে। এ বার ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি শেষ পর্যন্ত ভারতীয় বাংলা গানে অস্কার পায় কিনা সময় বলবে। 

ঢাকা/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়