ফারুকীর সিনেমা ‘৮৪০’ আসছে এ মাসেই
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’ মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সিনেমাটির ট্রেইলার ‘Democracy Pvt. Ltd.’ রিলিজ হয়েছে। চলতি মাসের ১৩ তারিখ দেশব্যাপী সিনেমাটি প্রদর্শিত হবে।
এদিকে ৮ ডিসেম্বর সন্ধ্যায় রিলিজ হয়েছে ‘৮৪০’- এর অফিসিয়াল পোস্টার। এ দিনই মূলত সিনেমাটি মুক্তির তারিখ জানানো হয়। সিনেমাটিতে নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন।
এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে আলোচনায় আসেন মোস্তফা সরয়ার ফারুকী।
সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহযোগিতায় রয়েছে ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী এবং মেকআপ-এ ছিলেন মো. খাইরুল ইসলাম।
ঢাকা/রাহাত