ঢাকা     বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

‘পুষ্পা টু’ ঝড়: কত টাকা নিচ্ছেন আল্লু অর্জুন-রাশমিকা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০৯, ১০ ডিসেম্বর ২০২৪
‘পুষ্পা টু’ ঝড়: কত টাকা নিচ্ছেন আল্লু অর্জুন-রাশমিকা?

‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্য

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা সিনেমাটিতে ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলেও প্রশংসিত হন। প্রায় তিন বছর পর মুক্তি পেয়েছে সিনেমাটির দ্বিতীয় পার্ট। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন সূচনা করেছে এটি। ৫ দিনে ‘পুষ্পা টু’ আয় করেছে ১১৬৩ কোটি টাকার বেশি।

‘পুষ্পা টু’ সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা, তা নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে নতুন তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার আয়ের ৪০ শতাংশ লভ্যাশং নেবেন আল্লু অর্জুন। সিনেমাটির জন্য কোনো সাইনিং ফি নিচ্ছেন না তিনি। তবে, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতোই লভ্যাংশের শেয়ার রেভিনিউ মডেল বেছে নিয়েছেন এই অভিনেতা। বলিউডের অনেক তারকা অভিনেতাই এই পথ বেছে নিয়েছেন।  

আরো পড়ুন:

‘পুষ্পা’ সিনেমার জন্য রাশমিকা মান্দানা ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটির দ্বিতীয় পার্টের জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নেন রাশমিকা। কিন্তু ‘পুষ্পা টু’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলায় পারিশ্রমিক আরো বাড়িয়ে ১১-১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৮৯ লাখ টাকার বেশি) দেওয়া হবে বলে জানা গেছে। 

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়