ঢাকা     বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

সাইফ-কারিনার পুত্রদের জন্য নরেন্দ্র মোদির অটোগ্রাফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১২, ১১ ডিসেম্বর ২০২৪
সাইফ-কারিনার পুত্রদের জন্য নরেন্দ্র মোদির অটোগ্রাফ

অটোগ্রাফ দিচ্ছেন নরেন্দ্র মোদি, দুই পুত্রের সঙ্গে কারিনা-সাইফ

চেয়ারে বসে কিছু লিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে কারিনা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, তার একটিতে এমন দৃশ্য দেখা যায়।

রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে কাপুর পরিবার। এতে আমন্ত্রণ জানাতে কাপুর পরিবারের সদস্যরা নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই পুত্র তৈমুর ও জের জন্য মোদির অটোগ্রাফ নেন কারিনা কাপুর খান।

কৃতজ্ঞতা জানিয়ে কারিনা কাপুর খান বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়ে আমরা গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমাদের দাদা, কিংবদন্তি রাজ কাপুরের অসাধারণ জীবন এবং উত্তরাধিকারকে স্মরণ করার জন্য কৃতজ্ঞ।”  

আরো পড়ুন:

“বিশেষ একটি বিকাল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শ্রী মোদিজি। এই উদযাপনে আপনার আন্তরিকতা, সমর্থন আমাদের কাছে গোটা পৃথিবী।” বলেন কারিনা কাপুর খান।

কারিনা কাপুর ছাড়াও মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কাপুর পরিবারের অনেকে। এ তালিকায় রয়েছেন— আলিয়া ভাট, রণবীর কাপুর, সাইফ আলী খান, কারিশমা কাপুর খান, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদার জৈন, আরমান জৈন, নিতু সিং।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি।

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়