ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অভিনেতা মুস্তাককে অপহরণের অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৫, ১১ ডিসেম্বর ২০২৪
অভিনেতা মুস্তাককে অপহরণের অভিযোগ

মুস্তাক খান

কমেডিয়ান সুনীল পালের পর অভিনেতা মুস্তাক খানকে অপহরণের অভিযোগ উঠেছে। গত নভেম্বরের শেষের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুস্তাক খানের ব্যবসায়ীক পার্টনার শিবম যাদব। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শিবম যাদব জানান, গত ২০ নভেম্বর এ ঘটনা ঘটেছে। ওই দিন অভিনেতা দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরই তাকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে মিরাট যাচ্ছিলেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়িটি মিরাট যাওয়ার পরিবর্তে মাঝরাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে অভিনেতাকে প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে এক কোটি রুপি মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরো পড়ুন:

শিবম যাদব জানান, বিমানের টিকিট, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ ছাড়াও তার কাছে ব্যাংক ট্রান্সফারের প্রমাণ রয়েছে। মুস্তাক ১ কোটি রুপি মুক্তিপণ দিতে পারেননি, তবে তার ছেলেদের কাছ থেকে ২ লাখ রুপি ট্রান্সফার করা হয়। তারা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন।

কয়েক মাস আগে মুক্তি পায় মুস্তাক খান অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। এটি মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়