ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমান মাটির মানুষ: রাশমিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:০৮, ১৩ ডিসেম্বর ২০২৪
সালমান মাটির মানুষ: রাশমিকা

সালমান খান, রাশমিকা মান্দানা

পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে; তাতে পারফর্ম করতে দেখা যাবে সালমান-রাশমিকাকে।

‘সিকান্দার’ সিনেমায় প্রথমবার সালমান খানের সঙ্গে কাজ করছেন রাশমিকা। বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমানের ব্যবহারে মুগ্ধ দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হন রাশমিকা।

আরো পড়ুন:

শুটিং সেটে রাশমিকার যত্ন নেন সালমান খান। এ তথ্য জানিয়ে ‘পুষ্পা’ অভিনেত্রী বলেন, “এ সিনেমার মাধ্যমে আমার স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। তিনি বিশেষ একজন ব্যক্তি, তিনি মাটির মানুষ। আমরা যখন শুটিং করছিলাম তখন আমি ভালো ছিলাম না। তিনি ব্যাপারটি বুঝতে পারেন। আমি ঠিক আছি কিনা, তা জানতে চান। আমার জন্য গরম পানি, পুষ্টিকর খাবার আনতে ক্রু সদস্যদের নির্দেশ দেন।”

সালমান খানের ভূয়সী প্রশংসা করে রাশমিকা মান্দানা বলেন, “সত্যি সে আপনার যত্ন নেবেন এবং আপনাকে বিশেষ একজন হিসেবে অনুভব করাবেন। তিনি দেশের সবচেয়ে বড় তারকাদের একজন। কিন্তু তিনি খুবই বিনয়ী এবং মাটির মানুষ।”

‘সিকান্দার’ সিনেমা ভক্তদের দেখানোর জন্য মুখিয়ে আছেন রাশমিকা। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “সিকান্দার সিনেমা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটি আমার জন্য বিশেষ একটি সিনেমা। ভক্তদের সিনেমাটি দেখানোর জন্য মুখিয়ে আছি।”

‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-রাশমিকার সঙ্গে সিনেমাটিতে যোগ দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ১২ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেন কাজল। ২০২৫ সালের ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়