শুধু ভাত-পেঁয়াজ দিলেও খেয়ে নেয় সৌরভ, স্বামীকে নিয়ে দর্শনা
বর-কনের সাজে সৌরভ-দর্শনা
প্রেম নিয়ে টলিপাড়ায় ফিসফাস চললেও তা স্বীকার করেননি ওপার বাংলার তারকা জুটি দর্শনা বণিক ও সৌরভ দাস। গত বছরের ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই দম্পতি। রবিবার (১৫ ডিসেম্বর) বিয়ের বয়স এক বছর পূর্ণ করলেন তারা।
প্রথম বিবাহবার্ষিকী কীভাবে কাটছে দর্শনা-সৌরভের? এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমে দর্শনা বণিক বলেন, “কাল রাতে বাড়িটা সাজিয়ে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তারপর কেক কেটেছিলাম। আজ তেমন কিছুই আমরা করছি না। পরপর বেশ কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে। বাড়িতে একসঙ্গে খাওয়াদাওয়া করব। আমার সবচেয়ে পছন্দের পোলাও-পাঠার মাংস রান্না হয়েছে। আর আমি নিজ হাতে সুগার-ফ্রি কেক তৈরি করেছিলাম খেজুর দিয়ে। সৌরভের সেটা খুব ভালো লেগেছে।”
বিয়ের পর বর সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা বণিক। তার ভাষায়— “বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি। বিয়ের পর একসঙ্গে থেকে বুঝলাম, সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। সুবিধা-অসুবিধা ও খুবই বোঝে।”
ঝগড়া করলে দর্শনাই করেন, তা স্বীকার করে এ অভিনেত্রী বলেন, “আমি আবার অন্যরকম। ও-ই হয়তো বলবে, আমি ঝগড়া করি। আমি একটু ঘ্যানঘ্যানও করি। আমিই বেশি কথা বলি। ও সেই তুলনায় শান্ত। আসলে সৌরভ মাত্র ১৮ বছর বয়স থেকে একা থেকেছে। ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।”
২০২২ সালের শুরুর দিকে জোর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী দর্শনা বণিক চুটিয়ে প্রেম করছেন; তা-ও সহশিল্পী সৌরভ দাসের সঙ্গে। একসঙ্গে নানা জায়গায় যাচ্ছেন তারা, সৌরভের বাড়ির সামনে পার্ক করা থাকছে দর্শনার গাড়ি। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন এই যুগল। কিন্তু সর্বশেষ গুঞ্জনকে সত্যিতে রূপ দেন এই প্রেমিক যুগল।
উল্লেখ্য, ‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সৌরভ-দর্শনা। সেখান থেকেই তাদের বন্ধুত্ব; যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
ঢাকা/শান্ত