ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৩, ১৫ ডিসেম্বর ২০২৪
হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকা গ্রেপ্তার

ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি

হিজাব না পরে ইউটিউবে লাইভ কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে। ২৭ বছরের এই গায়িকার আইনজীবী মিলাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ডয়েচে ভেলে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অপরাধে গায়িকা পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হয়েছে। হিজাব ছাড়া কালো রঙের স্লিভলেস পোশাকে কনসার্টে পারফর্ম করেন তিনি। গত ১২ ডিসেম্বর এ গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন:

সংগীতশিল্পীর আইনজীবী মিলাদ পানাহিপুর গতকাল জানান, পারাস্তু আহমাদিকে উত্তর ইরান থেকে গ্রেপ্তার করা হয়। তার ব্যান্ডের দুই সংগীতশিল্পীকে তেহরানে অবস্থিত তাদের স্টুডিওতে গ্রেপ্তার করা হয়েছে।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, নারীর অধিকার দেশটিতে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে। কুর্দি ইরানি নারী জিনা মাহসা আমিনির মৃত্যুর পর ২০২২ সালে বিক্ষোভের ঝড় উঠেছিল। পরে ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালায়। যদিও ইরানের অনেক নারী কঠোর পোশাকবিধির পক্ষে নন; বিশেষ করে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়