ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুপালি পর্দায় মওলানা ভাসানীর জীবনী

প্রকাশিত: ১৮:১৬, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:২১, ১৭ ডিসেম্বর ২০২৪
রুপালি পর্দায় মওলানা ভাসানীর জীবনী

মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এটি পরিচালনা করবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ; আগামী বছরের শুরুতে নির্মাণ কাজ শুরু হবে।

আগামী বছরের ১৬ মে সিনেমাটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়ে অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, “ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।”

আরো পড়ুন:

এখন ঘোষণা দিলেও দেড় দশকেরও বেশি সময় ধরে মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। ২০০৬ সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা ‘নাচোলের রানী’। এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী, কৃষকনেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। সেই সময় ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় স্বপ্নটা নিজের মধ্যে রেখেছিলেন বলেও জানান এই নির্মাতা।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড নির্মিত ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্র ২০১১ সালে ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই নির্মাতার ভাষ্য, “এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল মওলানা ভাসানীকে। তাকে নিয়ে সিনেমা বানালে তা মুক্তি দিতে পারব কিনা সেই ভয় ছিল। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই।”

মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরুর পরিকল্পনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অডিশনের মাধ্যমে নতুন মুখ নিতে চান। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানানো হবে বলেও জানান এই নির্মাতার।

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে সমাদৃত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়