ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

সন্তান নিয়ে কাঞ্চনের প্রাক্তন-বর্তমান স্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩০, ১৯ ডিসেম্বর ২০২৪
সন্তান নিয়ে কাঞ্চনের প্রাক্তন-বর্তমান স্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য

মায়ের সঙ্গে ওশ, স্ত্রীর সঙ্গে কাঞ্চন (বাঁ থেকে)

ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি কাঞ্চনের দ্বিতীয় সংসার। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের ওশ নামে একটি পুত্রসন্তান রয়েছে।

কাঞ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আগেই পিংকি অভিযোগ করেছিলেন— “২৬ বছরের ছোট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন।” পিংকির সঙ্গে সংসার ভাঙার এক মাসের মাথায় শ্রীময়ীকে বিয়ে করেন ৫৩ বছরের কাঞ্চন। কয়েক দিন আগে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। কন্যার নাম রেখেছেন কৃষভি।

কাঞ্চনের দ্বিতীয় সংসারের পুত্রকে নিয়ে এবার মুখ খুললেন শ্রীময়ী। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই। কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। প্রতি পদে মিস করে। জানি না, ওশ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কি না। তবে আমার দিক থেকে বলছি, আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনো দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, আমাদের কাছে থাকতে চায়, ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেব না। ওই পাপ ভুলেও না। আমারও সন্তান আছে। সে-ও কিন্তু এই ব্যবহার আমাকে ফেরত দেবে।”

আরো পড়ুন:

শ্রীময়ীর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে পাল্টা জবাব দিয়েছেন পিংকি। এ অভিনেত্রী বলেন, “ঠিক আছে, ধন্যবাদ ওনার মহান উক্তির জন্য। ওশ তার বাবাকে মিস করে না। আমরা চাই ওরা খুব ভালো থাকুক। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি; যা হয়েছে ভালো হয়েছে।”

কাঞ্চন-পিংকির ছেলে ওশ এখন বয়ঃসন্ধিতে পা দিয়েছে। ছেলেকে কি সবকিছু থেকে সচেতনভাবে দূরে রাখেন? জবাবে এ অভিনেত্রী বলেন, “ছেলে পড়াশোনায় ভালো, শিক্ষকদের কথা শোনে। সে দিক থেকে বাধ্য। আসলে আমি একটা কথা বিশ্বাস করি, গাছের ফল বলে দেয় গাছের পরিচর্যা কেমন হয়েছে। আমার মনে হয়, সন্তান মানুষ করার সময়টা তপস্যা করার মতো। সেই সময় সেটা নিয়ে খুব বেশি কথা বলা উচিত নয়।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়