শাবনূরকে দেখে নিজের অভিনয় ভুলে গিয়েছিলেন অমিত হাসান
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
শাবনূর, অমিত হাসান
প্রায় এক যুগ ধরে অভিনয়ে অনিয়মিত হয়েছেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। কিন্তু তিনি এই সময়ের অনেক নায়িকার আইডল। শাবনূরের সমসাময়িক নায়িকাদের বলতে শোনা যায়, পরিচালকরা বলতেন, শাবনূরের মতো শর্ট দিতে হবে। কিন্তু তিনি নাকি শুটিং সেটে মোটের সিরিয়াস থাকতেন না। শাবনূরের একাধিক সিনেমার নায়ক অমিত হাসান নাকি শাবনূরের অভিনয় দেখে নিজেই অভিনয় করতে ভুলে গিয়েছিলেন!
অমিত হাসান বলেন, ‘‘শাবনূর অভিনেত্রী হিসেবে অবশ্যই ভালো। কিন্তু ও কখনও চিন্তা করে অভিনয় করে না। আমার মনে হয় ওর ভেতর থেকেই অভিনয় আসে।’’
শাবনূরের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক অমিত হাসান। ‘তুমি শুধু তুমি সিনেমায়’ তাদের রোমান্স প্রশংসা কুড়িয়েছিল। শাবনূর-অমিত হাসান জুটির লিপ সিংয়ে বেশি কিছু জনপ্রিয় রোমান্টিক গান রয়েছে। যেমন—তুমি শুধু তুমি সিনেমার ‘এই বুকেরই মাঝে সকালও সাঝে’ ভুলনা আমায় সিনেমার ‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’ ইত্যাদি।
শাবনূরের সঙ্গে প্রথম অভিনয়ের স্মৃতি থেকে অমিত হাসান গণমাধমে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘‘খুব সিরিয়াস হয়ে স্ক্রিপ্ট দেখছিলাম। ও (শাবনূর) দেখি হাসিখুশি, সবার সঙ্গে দুষ্টামি করতেছে। ভাবলাম এই মেয়েটা একটা দৃশ্য নিয়ে ভাবছে না, এই মেয়ে অভিনয় কী করবে। দেখলাম যে স্ক্রিপ্টটা একবার দেখলো। ভাবলাম অভিনয়টা মনে হয় ভালো করতে পারবে না। যখন ক্যামেরা, অ্যাকশন শুরু হলো, আমি আমার নিজের অভিনয় ভুলে গেলাম ওর অভিনয় দেখে। ’’
ঢাকা/লিপি