ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গিটার বাজাতে বাজাতে মারা গেছেন পিকলু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ২১ ডিসেম্বর ২০২৪
গিটার বাজাতে বাজাতে মারা গেছেন পিকলু

মিনহাজ আহমেদ পিকলু

অর্থহীন ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয় মৃত্যুবরণ করেন তিনি  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পিকলুর মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু সিপার আলতামুস। সিপার জানিয়েছেন, শনিবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে মিনহাজ আহমেদ পিকলুর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন।

পিকলুর ঘনিষ্ঠ বন্ধু সিপার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে তিনি গিটার নিয়ে জ্যামিং করেন। পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন। অনুষ্ঠান শেষে পিকলু চেয়ারে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। চলতি বছরের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

উল্লেখ্য, নব্বইয়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ভুবনে পিকলু একটি অতি পরিচিত নাম। এই গিটারিস্ট রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকা এবং অর্থহীনের মতো ব্যান্ডগুলোয় বাজিয়েছেন। অর্থহীনের জনপ্রিয় গান ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘সূর্য’, ‘রাতের ট্রেন’, ‘গুটি’, ‘নির্বোধ’সহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু। অর্থহীনের অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, ‘বিবর্তন’, ‘ধ্রুব’তে লিড গিটার বাজিয়েছেন তিনি। প্রয়াত সংগীতশিল্পী নিলয় দাশের শিষ্য ছিলেন পিকলু। জনপ্রিয় এই গিটারিস্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। পিকলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল, সংগীতশিল্পী রাফা, এলিটা করিমসহ অনেকেই। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়