ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ফ্রান্সের উৎসবে ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’

প্রকাশিত: ১৭:৫২, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৩, ২২ ডিসেম্বর ২০২৪
ফ্রান্সের উৎসবে ‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’

‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ সিনেমার দৃশ্য, রাজীব রাফি (বাঁ থেকে)

কানের পরে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব ক্লেমোঁ-ফেরঁ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’। আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।

রাজীব রাফি পরিচালিত সিনেমাটি একটি ড্রোন ব্যবহার করে শুটিং করা হয়েছে, এটিকে শ্বাসরুদ্ধকর ভিজ্যুয়াল এবং একটি নন-হিউম্যান দৃষ্টিভঙ্গি দিয়েছে, যা ফিল্মের গভীরতা এবং সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। একই সাথে এই কল্পকাহিনিটি বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি উয়ারী-বটেশ্বরের অদেখা জনপদ ও মানুষের গল্প বলেছেন।

পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন রাজীব রাফি। খনা টকিজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আশিক মোস্তফা। সহপ্রযোজক আদনান আহমেদ। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ইমতিয়াজ নিলয়, শৈলেন পল, সাবিকুন্নাহার কাঁকন, শ্যামল শিশির, তোতো তীমথিয়, দীপঙ্কর দীপ, এমডি জনি, নাজিম উদ্দিন।

আরো পড়ুন:

‘ওয়ানস আপন আ টাইম ইন উয়ারী বটেশ্বর’ রাজীব রাফির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে অনেকের সঙ্গে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন।

২০১৯ সালে রাজীব রাফির লিখা চিত্রনাট্যে অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ চলচ্চিত্র এই উৎসবে দেখানো হয়েছে। এই ফিল্মের শুটিং হয়েছে আদি উয়ারী বটেশ্বর অঞ্চলে; যা বর্তমান সময়ে নরসিংদীতে অবস্থিত।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়