ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি রাতভর মদ্যপান করতাম: আমির খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৪
আমি রাতভর মদ্যপান করতাম: আমির খান

আমির খান

সবকিছু পারফেক্ট বা নিখুঁতভাবে করার কারণে আমির খানকে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়ে থাকে। কিন্তু সেই আমির খানের জীবনও উচ্ছৃঙ্খল ছিল। রাতভর মদ্যপান করতেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

জি-মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন আমির খান। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি কি শুটিং সেটে সময়মতো আসেন? জবাবে আমির খান বলেন, “হ্যাঁ, আমি সবসময় সময়মতো থাকি। আমি আমার চলচ্চিত্রের ক্ষেত্রে অনিয়ম করি না।”

আরো পড়ুন:

নিজের উচ্ছৃঙ্খল জীবন প্রসঙ্গে আমির খান বলেন, “আমি ধূমপান করি, পাইপ ব্যবহার করি। আমি মদ্যপান ছেড়ে দিয়েছি। আমি একসময় মদ্যপান অভ্যাসে পরিণত হয়েছিল। আমি রাতভর মদ্যপান করতাম।”

নিজেকে ‘চরমপন্থী’ দাবি করে আমির খান বলেন, “সমস্যা হলো আমি একজন চরমপন্থী মানুষ। আমি যা করেছি, তা করতেই থাকি। জানি, এটি ভালো বিষয় নয়। আমি এটাও জানি, আমি ভুল কাজ করছি। কিন্তু নিজেকে থামাতে পারি না।”

২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। প্রায় এক বছর বিরতি নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন।

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফিরেছেন আমির।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়