অতিথি চরিত্রে নজরকাড়া তারা
আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম
চলতি বছরে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সিনেমাই মুক্তি পেয়েছে। এর মধ্যে বেশ কিছু সিনেমা বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল, তেমনি দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। এসব সিনেমায় বেশ কজন তারকা অভিনয়শিল্পী অতিথি চরিত্রে অভিনয় করেও দর্শক হৃদয়ে দাগ কেটেছেন। এমন কজন তারকাকে নিয়ে এই প্রতিবেদন।
তামান্না ভাটিয়া
চলতি বছরে বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। বক্স অফিস ছাড়াও সিনেমাটির ‘আজ কি রাত’ শিরোনামের আইটেম গান দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এতে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। তার সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাও। ইউটিউবে মুক্তির পর বৈশ্বিকভাবে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে ছিল গানটি। ‘আজ কি রাত’ গানে ‘মিল্কি বিউটি’ তামান্নার নাচে বুঁদ হয়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। মুক্তির পর এতদিন কেটে গেলেও এখনো দর্শকদের মোহ কাটেনি।
সালমান খান
বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। দীর্ঘ বিরতির পর রোহিত শেঠি নির্মাণ করেন এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহম এগেন’। গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে ‘ইন্সপেক্টর চুলবুল পান্ডে’ চরিত্রে অভিনয় করেন সালমান খান। অতিথি চরিত্রে অভিনয় করলেও দর্শকদের রোমাঞ্চিত করেন এই তারকা অভিনেতা।
বিজয়, দুলকার, ম্রুণাল
দক্ষিণী সিনেমার তারকা প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। তা ছাড়াও সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন— বিজয় দেবরকোন্ডা, দুলকার সালমান, ম্রুণাল ঠাকুর। হঠাৎ পর্দায় তাদের উপস্থিতি বিস্ময় জাগিয়েছে দর্শক হৃদয়ে। অতিথি চরিত্র হলেও তারা গল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শ্রীলীলা
চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান। সিনেমাটির আইটেম গানে কে অভিনয় করবেন তা নিয়ে বছরজুড়েই আলোচনা হয়। সর্বশেষ ‘কিসিকি’ শিরোনামের গানটিতে পারফর্ম করেন শ্রীলীলা। গানটি মুক্তির পর তার শক্তিশালী পারফরম্যান্স প্রশংসা কুড়ায়। বিশেষ করে সাহসী নাচ, গ্ল্যামার আলাদা মাত্রা যোগ করে। যদিও গানটি সমালোচনার মুখে পড়েছিল।
বরুণ ধাওয়ান
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত দুই সিনেমা ‘মুঞ্জা’ ও ‘স্ত্রী টু’। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এ দুটো সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন। সিনেমা দুটো মুক্তির পর যেমন আলোচনায় উঠে আসে, তেমনি বরুণ ধাওয়ানের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত