ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিভ টুগেদার ইস্যু: প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে নোটিশ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৪
লিভ টুগেদার ইস্যু: প্রকাশ্যে ক্ষমা চাইতে স্বাগতাকে নোটিশ

অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে ইসলাম পরিপন্থী কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আরিফুল খবির। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, আপনি (স্বাগতা) … … একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেছেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেছেন। যেহেতু আপনি মুসলমান ধর্মাবলম্বী, আপনার জানা আছে বিয়ের পূর্বে লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন। এ কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। আপনার বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন।

নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। 

উল্লেখ্য যে, ‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’ স্বাগতার করা এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর  শিল্পীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। 

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়