ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৯ ডিসেম্বর ২০২৪  
অভিনেতার মরদেহ উদ্ধার

দীলিপ শঙ্কর

মালায়ালাম সিনেমার অভিনেতা দীলিপ শঙ্করের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। যার ফলে হোটেল রুমে অবস্থান করছিলেন তিনি। দুদিন পর হোটেল বয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

সহ-কর্মীরা জানিয়েছেন, দীলিপ শঙ্করের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল।

আরো পড়ুন:

ভারতীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে, টানা দুদিন হোটেল রুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহ-কর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান। এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ক্যান্টনমেন্ট এসিপি জানিয়েছে, প্রথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফরেনসিক টিম এ বিষয়ে কাজ করছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়