নাক আর চোখের জলে একাকার সোহিনী
সোহিনী সরকার
অভিনেত্রী সোহিনী সরকারের মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। দুচোখ থেকে জল গড়িয়ে পড়ছে। একেবারে চোখের জলে নাকের জলে একাকার অবস্থা। চোখের জল মুছতে মুছতে এ অভিনেত্রী বলেন— “কল মনে হচ্ছে, চোখ নয়।”
সোহিনী তার ফেসবুক রিলসে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। মূলত, শ্বশুরবাড়িতে পেঁয়াজ কাটতে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে সোহিনীর।
সোহিনীর অবস্থা দেখে নেটিজেনদের অনেকে পেঁয়াজ কাটার নানা কৌশল জানিয়েছেন। মন্টু লেখেন, “পেঁয়াজ কাটার আগে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন এই প্রবলেমটা আর হবে না।” সূচনা লেখেন, “তোমার বরকে বলো ভিডিও না করে একটু হেল্প করে দিতে।” সলিল সাগর লেখেন, “প্রথমে ভাবলাম কষ্টে কান্না করছো।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়া।
মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী।
সব জল্পনার অবসান ঘটিয়ে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোহিনী। গত ১৫ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আপাতত সংসার আর কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন সোহিনী।
ঢাকা/শান্ত