দুই হাজার চব্বিশ আমি তোমাকে ঘৃণা করি না: মালাইকা
মালাইকা আরোরা
বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন। চলতি বছরেও তার ব্যত্যয় ঘটেনি। দুই হাজার চব্বিশ সালের বিদায়ী ঘণ্টা বেজে গেছে। বিদায়ী বছর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী।
সোমবার (৩০ ডিসেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন মালাইকা আরোরা। এতে তিনি লেখেন, “২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি খুবই কঠিন একটি বছর ছিলে। পুরোটাই চ্যালেঞ্জ ছিল। অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু শিখেছি। জীবন যে চোখের পলকের মতো, তা তুমি আমাকে দেখিয়েছো এবং আমাকে আরো বিশ্বাস করতে শিখিয়েছো।”
চলতি বছরটি মালাইকাকে বেশ কিছু বিষয়ে নতুন উপলদ্ধি দিয়েছে। তার ভাষ্য, “সর্বোপরি তুমি আমাকে বুঝতে শিখিয়েছো যে, আমার স্বাস্থ্য, শারীরিক, মানসিক সবই গুরুত্বপূর্ণ। এমন কিছু বিষয় রয়েছে, যা আমি এখনো বুঝতে পারি না। কিন্তু এটা বিশ্বাস করি, যা ঘটছে, তার উদ্দেশ্য সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারব।”
চলতি বছরে মালাইকার সৎবাবা আত্মহত্যা করেন। দীর্ঘদিন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। চলতি বছরে এ সম্পর্কও ভেঙে যায় তার। সব মিলিয়ে দুই হাজার চব্বিশকে মালাইকার বিচ্ছেদের বছর বললেও ভুল হবে না!
ঢাকা/শান্ত