ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

দেবের সঙ্গে প্রেম ভাঙার রটনা, মুখ খুললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩১ ডিসেম্বর ২০২৪  
দেবের সঙ্গে প্রেম ভাঙার রটনা, মুখ খুললেন রুক্মিণী

দেব-রুক্মিণীর আনন্দঘন মুহূর্ত

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা।

গত ২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। বিয়াল্লিশ থেকে তেতাল্লিশে পা দিয়েছেন। কিন্তু জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় দেবকে নিয়ে কোনো পোস্ট দিতে দেখা যায়নি রুক্মিণীকে। যদিও পরের দিন প্রিয় মানুষকে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। কিন্তু তারপরও দেবের সঙ্গে রুক্মিণীর প্রেমের সম্পর্ক ভাঙনের খবর রটে। সত্যি কি দেব-রুক্মিণীর সম্পর্ক ভেঙে গেছে?    

দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চললেও নীরব দেব। তবে মুখ খুলেছেন রুক্মিণী। ভারতীয় একটি গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন, “দেবের জন্মদিনের পরের দিন পোস্ট করেছি বলে অনেক খবরই ছড়িয়েছে। যারা এই খবরগুলো করছেন, তারা যথেষ্ট রিসার্চ করেছেন তো? কারণ প্রত্যেকবার আমি ওর জন্মদিনের পরের দিন পোস্ট করি। যেকোনো বিশেষ দিনই আমি আমার কাছের মানুষদের সঙ্গে কাটাতে চাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সময় ব্যয় করতে চাই না। আর পোস্ট করে আমি কিছু প্রমাণ করতেই চাই না।”

আরো পড়ুন:

খানিকটা ব্যাখ্যা করতে গিয়ে বাবা-মাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন রুক্মিণী। তার ভাষায়, “জীবনের সব সত্যি যদি সোশ্যাল মিডিয়ার নিরিখে বিচার করা হতো, তবে তো ধরে নিতে হয় আমার বাবা-মা এখনো অবিবাহিত। তারা তো তাদের বিয়ের ছবি, ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো কেউই কোথাও পোস্ট করেননি।”

সম্পর্কে জটিলতা চান না রুক্মিণী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন,  “সম্পর্কের ক্ষেত্রে জটিলতা আমার একেবারেই পছন্দ নয়। আমি ভীষণ সিম্পল। সম্পর্ক মানেই আমার কাছে দায়িত্ব। আমি একেবারেই পজেসিভ নই, প্রোটেকটিভ।”

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ প্রভৃতি সিনেমায় জুটিবদ্ধ হন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়