ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ৩১ ডিসেম্বর ২০২৪  
ঢাকায় আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ

প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে অন্যরকম মাত্রা দিয়েছে। তাদের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।

আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট। এতে পারফর্ম করবে ব্যান্ড কাভিশ।  

১০ জানুয়ারি কনসার্টের উদ্বোধন হবে লেভেল ফাইভে এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে। ১১ জানুয়ারি, কনসার্টের দ্বিতীয় দিন। গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা, ঘাসফড়িং, কয়ার পরিবেশনার মাধ্যমে সূচনা হবে। এ দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশের আরেকটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।

আরো পড়ুন:

ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, “আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি; যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।”

‘টিকিট ভাই’ ওয়েবসাইট থেকে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়