ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট পেয়েছি: অপর্ণা
অপর্ণা সেন
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। সত্তরের দশকে সত্যজিৎ রায় নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’ চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে যেমন নিজেকে প্রমাণ করেছেন, তেমনি আশির দশকে ‘৩৬ চৌরঙ্গী লেন’ নির্মাণ করে পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলার সীমানা ছাড়িয়ে মেধার দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও।
বরাবরই সময়ের স্রোতের বিপরীতে হাঁটতে দেখা গেছে ৭৯ বছরের অপর্ণা সেনকে। এই অভিনেত্রী-নির্মাতাকে নিয়ে ‘পরমা’ শিরোনামে তথ্যচিত্র নির্মাণ করেছেন সুমন ঘোষ। এ উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অপর্ণা।
অপর্ণা সেনের কমলিনী ও কঙ্কনা সেন শর্মা নামে দুই কন্যাসন্তান রয়েছে। তথ্যচিত্রে দুই মেয়ের সঙ্গে তার সমীকরণ তুলে ধরা হয়েছে। এ বিষয়ে অপর্ণা সেন বলেন, “আমার দুই মেয়েই অসাধারণ। আসলে আমি ওদের কখনো বলিনি, আমি আদর্শ, আমার মতো হও। বরং আমি বলেছি এই দেখো এটা আমার দুর্বলতা। এগুলো আমাকে দেখে শেখো, জীবনে কী করা উচিত নয়।”
জীবনে সাফল্যের সংজ্ঞা মানুষ ভেদে আলাদা। আর এ বার্তা মেয়েদেরও দিয়েছেন। তা জানিয়ে অপর্ণা সেন বলেন, “মেয়েদের বলি, সবার কাছে সাফল্যের সংজ্ঞা এক নয়। সংসার জীবনে সাফল্য আসতে পারে, ছেলেমেয়ে সুন্দর করে মানুষ করার ক্ষেত্রে সাফল্য আসতে পারে, বাইরের কাজ ভালোভাবে করার মধ্যেও সাফল্য আসতে পারে। সাফল্যের নানা দিক রয়েছে। একজনের কাছে যা সাফল্য অপরজনের কাছে তা না-ও হতে পারে। বড় অঙ্কের উপার্জন মানেই যে সাফল্য, তা কিন্তু নয়। তুমি সুন্দরভাবে বেঁচে থাকছ কি না, সেটাই সবচেয়ে বড় কথা। মেয়েদের বলেছিলাম, এগুলো একটু চিনে নেওয়ার চেষ্টা করো। আমি তো তা পারিনি।”
জীবনে এমন কী কোনো ভুল ছিল, যা এই সময়ে দাঁড়িয়ে মনে হয় না হলেই ভালো হতো? জবাবে অপর্ণা সেন বলেন, “কত কিছু ছিল। আমার মনে হয়, আরো বেশি সিনেমা পরিচালনা করলে ভালো হতো। আমার জীবনের আবেগময় দিকগুলোকে প্রাধান্য না দিয়ে যদি কাজের দিকে বেশি নজর দিতাম তা হলে আরো বেশি কাজ করতে পারতাম। ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট পেয়েছি। শেষ পর্যন্ত সেগুলো ঝেড়ে ফেলেছি। কিন্তু অনেকটা সময় লেগেছে। মনটা কাঁচা, কোমল ছিল। আমি যদি কাজের মধ্যে আমার সার্থকতা খুঁজতাম, তা হলে হয়তো আরো ভালো হতো।”
ব্যক্তিগত জীবনে ঠিক কী নিয়ে কষ্ট পেয়েছেন অপর্ণা সেন, তা ব্যাখ্যা করেননি এই বরেণ্য অভিনেত্রী।
খুব কম বয়সে সঞ্জয় সেনকে বিয়ে করেন অপর্ণা সেন। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এ সংসারে জন্ম হয় কমলিনীর। এরপর মুকুল শর্মাকে বিয়ে করেন তিনি। মুকুল-অপর্ণা দম্পতির কন্যা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। দ্বিতীয় সংসার ভাঙার পর লেখক কল্যাণ রায়কে বিয়ে করেন অপর্ণা। এখন সংসার জীবনে বেশ ভালো সময় পার করছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত