চুমু দিয়ে রাজ-শুভশ্রীর বছর শুরু
থাইল্যান্ডে নতুন বছরকে স্বাগত জানান রাজ-শুভশ্রী
নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা বিশ্ব। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক তারকাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।
এ ছবিতে দেখা যায়, আতশবাজির ঝলকানিতে রঙিন আকাশ। তারই প্রতিচ্ছবি ভেসে উঠেছে সমুদ্রের জলে। সৈকতে অসংখ্য মানুষের ভিড়। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পরস্পরের ঠোঁটে গভীর চুম্বনে ব্যস্ত শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “হ্যাপি নিউ ইয়ার।” তারপর থেকে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই নায়িকা।
ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানান শুভশ্রী
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। দুই সন্তান ছাড়াও পরিবার ও বন্ধুরাও রয়েছেন। থাইল্যান্ডের ফুকেটের সমুদ্র সৈকতে নতুন বছর উদযাপন করেন তারা।
প্রায়ই স্বামী রাজের সঙ্গে তোলা রোমান্টিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেন শুভশ্রী। তাদের রোমান্স নজর কাড়ে নেটিজেনদের। যেকোনো অনুষ্ঠানে পারিবারের সঙ্গে বা ঘরোয়াভাবে কাটাতে দেখা যায় রাজ-শুভশ্রীকে। তবে চুমু দিয়ে বছর শুরুর রীতি গত কয়েক বছর ধরেই করছেন এই দম্পতি।
টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।
সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। ২০২৩ সালের ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের মা হন শুভশ্রী।
ঢাকা/শান্ত