আগেই বেশি কথা বলতে চাই না: ভাবনা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নতুন বছর নিয়ে সবার নিজস্ব ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। অভিনেত্রী আশনা হাবীব ভাবনারও রয়েছে কিছু স্বপ্ন ও পরকিল্পনা।
ভাবনা এ প্রসঙ্গে বলেন, “একটি নতুন কাজ দিয়ে বছর শুরু করতে যাচ্ছি। তবে আগেই বেশি কথা বলতে চাই না। কিছুদিন পর সবাইকে জানাতে পারবো কাজটির ব্যাপারে। শুধু নতুন বছর নয়, আমি আসলে প্রতিদিনই ভাবি নতুন নতুন, ভালো ভালো কাজ করার কথা।”
ছোট ও বড়পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। নিয়মিত ছবি পোস্ট করে নিজের অবস্থান জানান দেন।
ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। তিনি কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার। এগুলো চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/রাহাত