ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

আসছে ‘এলার্ট বাংলাদেশ’

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১ জানুয়ারি ২০২৫  
আসছে ‘এলার্ট বাংলাদেশ’

‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের টিজার প্রকাশের মাধ্যমে ‘এলার্ট বাংলাদেশ’ নামে একটি ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করছে। 

আবদুল্লাহ জহির বাবুর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। প্রযোজনা করেছেন খসরু পারভেজ রুমী। ক্যামেরায় ছিলেন লিটন আর সম্পাদনায় কামরুল হাসান ফুয়াদ।

এ প্রসঙ্গে চিত্রনায়ক আমান রেজা বলেন, “নতুন বছরে নতুন দুটি কাজ পেতে যাচ্ছেন দর্শক। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও পুরো টিম দারুণ করেছেন। এ সময়ের দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট দুটি নির্মিত হয়েছে। ভিন্ন ঘরানার দুটি কাজ আসতে যাচ্ছে। সবাই এলার্ট বাংলাদেশের সঙ্গে থাকবেন।”

নিজেদের আত্মরক্ষার গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে নওশাবা বলেন, “এলার্ট বাংলাদেশ মানেই হচ্ছে তুমি প্রতিটি মুহূর্তে রেডি থাকো। শুধু নিজের কথা ভাবলেই হবে না, অন্যের কথাও ভাবতে হবে। ‘নারী’ আমার করা অন্যরকম একটি কাজ। বিশেষ করে নারীদের এই কাজটি দেখা উচিত। কারণ, এটি দেখলে নারীরা বুঝতে পারবে কিভাবে তারা আত্মরক্ষা করবেন। আমি যোদ্ধা, কামব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। এভাবেই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে চাই। নতুন বছরে দর্শকরা দারুণ দুটি কাজ পেতে যাচ্ছেন।”

প্রযোজক খসরু পারভেজ রুমী বলেন, “চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি এলার্ট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আমরা নিয়মিত ওয়েব সিরিজ, ফিল্ম, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করব। এ ছাড়াও চলতি বছর একটি সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।”
 

ঢাকা/রাহাত


সর্বশেষ

পাঠকপ্রিয়