নিলয়-হিমির ‘পাগলের সুখ মনে মনে’
হিমি ও নিলয় আলমগীর
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই ‘সাইকো’ হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘পাগলের সুখ মনে মনে’। এর চিত্রনাট্য রচনা করেছেন সুস্ময় সুমন। এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমি। কালবেলা ড্রামা চ্যানেলের প্রথম নাটক হিসেবে নতুন বছরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে এটি।
নাটকের প্রধান চরিত্র রূপায়নকারী নিলয় আলমগীর বলেন, “এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ আমি সবকিছুতেই প্রতিবাদ করি। যেমন ধরুন, কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতি নিয়ে চোখ খুলে দেবে।”
গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, “গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও, আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
ক্ষমতালোভী এক তরুণের চরিত্র ফুটিয়ে তুলেছেন তানজিম হাসান অনিক। যিনি নিজের চাচার ক্ষমতার দাপটে এলাকার মানুষকে ভয় দেখান। এমনই জটিল সব চরিত্রের মিশেলে গল্পটি প্রাণ পেয়েছে।
গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, “সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এই গল্প। আমাদের মধ্যে যিনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাকেই আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দিই। কিন্তু দিন শেষে সেই ব্যতিক্রমী মানুষটির কাজই আমাদের চোখ খুলে দেয়। এই নাটকের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি।”
নিলয়-হিমি ছাড়াও অভিনয় করেছেন সিয়াম নাসির, স্নেহা, এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপন। আশিয়ান গ্রুপ নিবেদিত ‘পাগলের সুখ মনে মনে’ নাটকটি বুধবার (১ জানুয়ারি) কালবেলা ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত