ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’: গানেই ব্যয় ১০৪ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৩, ২ জানুয়ারি ২০২৫
রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’: গানেই ব্যয় ১০৪ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।

৪০০-৫০০ কোটি রুপি বাজেট নিয়ে এস. শঙ্কর নির্মাণ করছেন ‘গেম চেঞ্জার’ সিনেমা। আগামী ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটিতে পাঁচটি গান রেখেছেন নির্মাতারা। এর মধ্যে চারটি গানের লিরিক্যাল ভিডিও মুক্তি পেয়েছে। গানগুলো দেখে প্রশংসা করেছেন সিনেমাপ্রেমীরাও। কিন্তু এই পাঁচ গানে ব্যয় হয়েছে ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৪ কোটি ৩৮ লাখ টাকার বেশি)। ব্যয়বহুল এসব গান নিয়েই এই প্রতিবেদন।

জারাগাদি
এ সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ‘জারাগাদি’ শিরোনামের গান নিয়ে। পাহাড়ি গ্রামে গানটির জন্য বিশেষভাবে সেট নির্মাণ করা হয়। গানটিতে ঐতিহ্যবাহী পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন রাম চরণ ও কিয়ারা আদভানি। প্রভুদেবার কোরিওগ্রাফিতে ১৩ দিন গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে রাম চরণ-কিয়ারার সঙ্গে ৬০০ নৃত্যশিল্পী পারফর্ম করেন। অনন্ত শ্রীরামের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন দালের মেহেন্দি, সুনিধি চৌহান। সংগীতায়োজন করেছেন থম্যান এস। এ গানে ব্যয় হয়েছে ১৫-২০ কোটি রুপি।

র ম্যাচা ম্যাচা
প্রাণবন্ত কথামালা দিয়ে সাজানো হয়েছে ‘র ম্যাচা ম্যাচা’ গানটি। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি। গানটিতে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কর্নাটক এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়েছে। রাম চরণের সঙ্গে গানটিতে ১ হাজারের বেশি লোক নৃত্যশিল্পী পারফর্ম করেন। ভারতের বিচিত্র লোককাহিনিকে সুন্দরভাবে গানটিতে উদযাপন করেছেন তারা। এ গানের তেলেগু ভার্সন রচনা করেছেন অনন্ত শ্রীরাম। হিন্দি-তামিল ভার্সন রচনা করেছেন যথাক্রমে বিবেক এবং কুমার। গানটির কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেন গণেষ আচার্য।  গানটির তেলেগু ভার্সনে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। এ গানে ব্যয় হয়েছে ২০ কোটি রুপি।  

নানা হায়রানা
পশ্চিমা ও কর্নাটিক সংগীতের মিশ্রণে গানটির মনোমুগ্ধকর সুর তৈরি করা হয়েছে। রোমান্টিক গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে নিউজিল্যান্ডে। শুটিংয়ে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে পরাবাস্তব দৃশ্যকাব্য রচনা করেছেন নির্মাতারা। গানটির শুটিং শেষ করতে সময় লেগেছে ছয় দিন। ‘নানা হায়রানা’ গানের সংগীতায়োজন করেছেন থম্যান এস। শ্রেয়া ঘোষাল ও কার্তিকের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন রাম চরণ ও কিয়ারা। এ গানের ব্যয় সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

ধপ
‘গেম চেঞ্জার’ সিনেমার অন্যতম আলোচিত গান ‘ধপ’। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় গানটির শুটিং সম্পন্ন করেন নির্মাতারা। এ গানের জন্য ১০০ পেশাদার নৃত্যশিল্পীকে রাশিয়া থেকে বিশেষ একটি ফ্লাইটে ভারতে আনা হয়েছিল। তিনটি ভিন্ন ভিন্ন সেটে জমকালো আয়োজনে ৮ দিনের বেশি সময় শুটিং হয়েছিল। গানটির পোশাক ডিজাইন করেন মনীশ মালহোত্রা। থম্যান এস, রুশনি, শ্রুতিসহ কয়েকজন মিলে গানটিতে কণ্ঠ দিয়েছেন। এ গানের খরচের বিষয়ে আলাদা করে জানা যায়নি।

‘গেম চেঞ্জার’ সিনেমায় আরো একটি গান রেখেছেন নির্মাতারা। তবে সে গানের লিরিক্যাল ভিডিও মুক্তি পায়নি। সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়ে গানটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতারা।

তথ্যসূত্র: টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, সিয়াসাত, বলিউড হাঙ্গামা

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়