ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিয়ে করলেন গায়ক আরমান মালিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২২, ২ জানুয়ারি ২০২৫
বিয়ে করলেন গায়ক আরমান মালিক

বিয়ের সাজে আরমান মালিক, আশনা শ্রফ

দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক আরমান মালিক। তার স্ত্রীর নাম আশনা শ্রফ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই নবদম্পতি।

আরমান ও আশনা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু বিয়ের ছবি শেয়ার করেছেন। কোনোটিতে চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই জুটি। কোনোটিতে স্ত্রীর গলায় মালা পরাচ্ছেন আরমান। এসব ছবির ক্যাপশনে তারা লেখেন— “তুমি আমার ঘর।”

বিয়ের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি তার সহকর্মীরাও নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন।

আরো পড়ুন:

২০২৩ সালের আগস্টে বাগদান সারেন আরমান-আশনা। একই বছরের ২৮ আগস্ট ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানান আরমান মালিক। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেন এ গায়ক। বাগদানের প্রায় দেড় বছর পর বিয়ে করলেন এই যুগল।

বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। একাধারে তিনি সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরো বেশ কটি ভাষার গান কণ্ঠে তুলেছেন আরমান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়