ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৭, ২ জানুয়ারি ২০২৫
ইমরানের সুরে গাইলেন আসিফ আকবর

ইমরান মাহমুদুল, আসিফ আকবর

বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। নতুন বছরের শুরুতে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

বছরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে আসিফের গাওয়া ‘মন জানে’ শিরোনামের গান। এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আর সেই সুরেই গেয়েছেন আসিফ আকবর। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

আশাবাদ ব্যক্ত করে আসিফ আকবর বলেন, “ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী-পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামের গানে আমরা একসঙ্গে যে কাজটি করলাম, আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

আরো পড়ুন:

ইমরান মাহমুদুলের কাছে আসিফ ‘নস্টালজিয়া’ ব্যাপার। এ বিষয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমার বিশ্বাস, আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে।”

দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা আসিফ আকবর। অন্যদিকে চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কটাও সুন্দর। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন তারা। এবার সংগীতের দুই প্রজন্মের দুই তারকা একসঙ্গে হাজির হতে যাচ্ছেন একটি গান নিয়ে। জানা যায়, ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে ৫ জানুয়ারি গানটি মুক্তি পাবে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়