ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

তিয়াসার ভাঙা প্রেম জোড়া লেগেছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২ জানুয়ারি ২০২৫  
তিয়াসার ভাঙা প্রেম জোড়া লেগেছে

তিয়াসা লেপচা

সুবান রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা সোহেল দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের অভিনেত্রী তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’খ্যাত এ অভিনেত্রীর প্রেমের খবর ইন্ডাস্ট্রির সবারই জানা।

একটি টিভি রিয়েলিটি শোয়ের মঞ্চে তিয়াসা বলেছিলেন— “আমরা ২০২৫ সালের অক্টোবরে বিয়ে করব।” এ ঘোষণা দেওয়ার পরে গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছেন তিয়াসা-সোহেলের প্রেম। বেশ কিছু দিন ধরে চর্চায় পরিণত হয়েছে খবরটি। তবে নীরব ছিলেন এই জুটি।

চব্বিশের শেষ লগ্নে কলকাতার পিসি চন্দ্র গার্ডেন নিয়ন আলোয় সেজেছিল। বর্ষবরণ উপলক্ষে টলিউডের চেনা মুখগুলো হাজির হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন— তিয়াসা ও সোহেলও। এই নৈশপার্টিতে তাদের ঘনিষ্ঠতা চোখে পড়ে উপস্থিত সকলেরই। তারপরই তিয়াসা-সোহেলের ভাঙা প্রেম নিয়ে নতুনভাবে চর্চা শুরু হয়। প্রশ্ন উঠেছে, তাদের ভাঙা প্রেম কি জোড়া লেগেছে?

আরো পড়ুন:

এ বিষয়ে কথা বলতে দ্য ওয়াল যোগাযোগ করে তিয়াসার সঙ্গে। এ অভিনেত্রী বলেন, “এখনো কাউকেই বলিনি। আসলে বেশ কিছু দিন ধরেই আমরা আবার একসঙ্গেই আছি। রাগ হয়েছিল। কিন্তু এতবার সরি বলল যে আর রেগে থাকতে পারলাম না।”

সবকিছুই এখন ঠিকঠাক আছে। অতীত ভুলে আবারো নতুন করে শুরু করতে চাইছেন বলেও জানান তিয়াসা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়