ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

লিভ টুগেদারের পক্ষে বক্তব্য, স্বাগতাকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩১, ২ জানুয়ারি ২০২৫
লিভ টুগেদারের পক্ষে বক্তব্য, স্বাগতাকে লিগ্যাল নোটিশ

স্বাগতা

“আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ”, অভিনেত্রী জিনাত সানু স্বাগতার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা বারের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক মারফত সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক সংগঠনের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে লিভ টুগেদার বিষয়ক বক্তব্য প্রত্যাহারপূর্বক তিন কার্যদিবসের মধ্যে অভিনেত্রী স্বাগতাকে ক্ষমা চেয়ে গণমাধ্যমে বিবৃতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে নোটিশে।

নোটিশ প্রেরণ প্রসঙ্গে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, “অভিনেত্রী স্বাগতার বক্তব্যে বাংলাদেশের চিরায়ত সমাজব্যবস্থা ভাঙনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। তার বক্তব্যটি বাংলাদেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধগত সার্বভৌমত্বের পরিপন্থি, যা একটি সামাজিক অপরাধ। ডিভোর্স নরমালাইজ হওয়া কোনো ভালো ব্যাপার নয়। আর লিভ টুগেদার বাংলাদেশের আইনে নিষিদ্ধ। ইসলামি দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কাজেই, দেশের বিশ্বাস ও মূল্যবোধের কেউ ভাঙতে চাইলে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সেটা মেনে নিবে না। আমরা স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার পূর্বক ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। নইলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

গত ২৮ ডিসেম্বর একই ইস্যুতে আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরী অভিনেত্রী স্বাগতাকে আইনি নোটিশ পাঠান।

ঢাকা/মামুন/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়