ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

‘লিওনার্দো বিয়ের প্রয়োজন বোধ করেন না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১২, ৩ জানুয়ারি ২০২৫
‘লিওনার্দো বিয়ের প্রয়োজন বোধ করেন না’

লিওনার্দো ডিক্যাপ্রিও

জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ব্যক্তিগত জীবনে অনেক মডেল-নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। বর্তমানে ইতালিয়ান এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৫০ বছরের লিওনার্দো। ‘টাইটানিক’খ্যাত এ অভিনেতা কখনো বিয়ে করত চান না বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স।

একটি সূত্র পেজ সিক্সকে বলেন, “লিওনার্দো ডিক্যাপ্রিও নিজেকে কখনো বিবাহিত দেখতে চান না।” খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “লিও বিয়ে করার প্রয়োজন বোধ করেন না।” তবে এরচেয়ে বেশি কারণ ব্যাখ্যা করেননি সূত্রটি।

ভিট্টোরিয়া সেরেটি

আরো পড়ুন:

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ইতালিয়ান মডেল ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লিওনার্দো। ২০২৩ সালের শেষের দিকে ভিট্টোরিয়া ও লিওনার্দোর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্কের খবরটি ‘সত্য’ বলে জানিয়েছে সূত্রটি।

২৩ বছরের ছোট ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে করবেন না লিও। সূত্রটি বলেন, “তাদের মধ্যে যা আছে তাই নিয়েই তারা খুশি। ভিট্টোরিয়ার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন লিও। কিন্তু নিজেকে তার স্বামী হিসেবে দেখতে নয়।”

এ বিষয়ে কথা বলতে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ভেট্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করে পেজ সিক্স। তবে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে মডেল ভিট্টোরিয়া সেরেটি ডিজে মাত্তেও মিলেরিকে বিয়ে করেছিলেন। ২০২৩ সালে এ সংসার ভেঙে যায়। সংসার ভাঙার এক মাস পর কান চলচ্চিত্র উৎসবে পরিচয় হয় লিওনার্দো ডিক্যাপ্রিও ও ভিট্টোরিয়ার।

২০২২ সালের শেষের দিকে মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে নাম জড়ায় লিওনার্দোর। এ নিয়ে আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।

লিওনার্দোর সঙ্গে ভিট্টোরিয়া সেরেটি

একই বছরের শুরুতে প্রেমের সম্পর্কের কারণে খবরের শিরোনাম হন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোন। ওই সময়ে সেন্ট বার্থেলেমির গুস্তাভিয়া সিটিতে দেখা যায় তাদের। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই জুটি। প্রকাশিত ছবিতে প্রেমিকার সঙ্গে লিওনার্দোকে রোমান্সে মত্ত দেখা যায়।

২০১৮ সালের জানুয়ারিতে লিওনার্দোর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। যদিও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, ক্যামিলার সঙ্গে ভেঙে গেছে লিওনার্দোর প্রেম।

লিওনার্দোর সঙ্গে ভিট্টোরিয়া সেরেটি
২০২২ সালের সেপ্টেম্বরে খবর চাউর হয়, ক্যামিলা মরোনের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর মার্কিন সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। তবে এসব বিষয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন জনপ্রিয় এই নায়ক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়