তাহসানের হবু স্ত্রী কে এই রোজা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
রোজা আহমেদ, তাহসান খান
ক্লাসিক আর আধুনিক গানের মেলবন্ধনে তাহসান খান তৈরি করেন অন্যরকম সুরের জাদু। রোজা আহমেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা ছবিগুলো জানান দিচ্ছে তিনিও ক্লাসিক ও আধুনিকতা একসঙ্গে বুনতে ভালোবাসেন। মিষ্টি চেহারার রোজা আহমেদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অভিনেতা, সংগীত শিল্পী ও উপস্থাপক তাহসানের নাম। ঘরোয়া আয়োজনে হলুদ রাঙানো বর-কনে রূপে ধরা দিয়েছেন তাহসান-রোজা। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারে ছড়িয়ে পড়েছে।
কে এই রোজা? জানা গেছে, তাহসানের নতুন স্ত্রী রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে উঠেছেন। ক্যারিয়ার গড়েছেন বাংলাদেশ ও মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন রোজা। এরপর উদ্যোক্তা বনে যান তিনি। নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার।
প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সাজিয়েছেন বাংলাদেশের নামি দামি মডেল থেকে শুরু করে অনেককেই। মীম, তিশা, বারিশ হক থেকে শুরু করে এই শহরের অনেক মডেলই নিজেকে রাঙিয়েছেন তার মেকআপে।
রোজার বিজনেস পেজ 'রোজাস ব্রাইডাল মেকওভার' এর অনুসারী সংখ্যা নয় লক্ষের ওপরে। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট বেশ সাদামাটা। মাত্র অল্প কয়েকজন অনুসারী সংখ্যা রয়েছে রোজার। রোজার পছন্দের সংগীতশিল্পী খোদ তাহসানই!
ঘুরে বেড়াতে আর রান্না করতে পছন্দ করেন রোজা। আমেরিকা, কানাডাতে ভ্রমণ করেছেন তিনি। দেশের মাটিতে সুন্দর সুন্দর জায়গাতেও ঘুরেছেন এই মেকআপ আর্টিস্ট।
রান্নায় পটু রোজা। চুইঝাল, বিরিয়ানি, পিৎজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও রান্না করেন তিনি। তার বিজনেস পেজে একাধিক ব্যক্তি তাহসানের সঙ্গে রোজার বিয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরা ভীষণ খুশি হয়েছেন, শুভেচ্ছা জনাচ্ছেন। তবে কেউ কেউ তাহসানের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, ‘বিয়েটা টিকিয়ে রাখবেন ভাই’।
উল্লেখ্য, তাহসানের এটি দ্বিতীয় বিয়ে! এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে কন্যা আইরা তাহরিম খান।
ঢাকা/লিপি