অঞ্জনার স্মৃতি ভুলবেন না জায়েদ খান
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
অঞ্জনা, জায়েদ খান
বাংলা সিনেমার সোনালি যুগের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টার সময় মারা গেছেন তিনি। অঞ্জনার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।
চিত্রনায়ক জায়েদ খান অঞ্জনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘কত স্মৃতি আপনার সাথে,কিভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’’
এর আগে, দীর্ঘ দিন ধরে অঞ্জনা অসুস্থ ছিলেন। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও সুস্থ হচ্ছিলেন না। শেষে তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার অনেক সুপারহিট সিনেমার নায়িকা অঞ্জনা। তার অভিনিয় সিনেমার তালিকায় রয়েছে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রাম রহিম জন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’সহ অনেক নাম।
ঢাকা/লিপি