ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

তাহসানকে ‘বিশ্বাস’ ও ‘একটি ঘরের’ প্রতিশ্রুতি রোজার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৬, ৫ জানুয়ারি ২০২৫
তাহসানকে ‘বিশ্বাস’ ও ‘একটি ঘরের’ প্রতিশ্রুতি রোজার

তাহসান-রোজার স্নিগ্ধ সময়

পরম মমতা ও বিশ্বাস নিয়ে প্রিয় মানুষটির কোলে মাথা রাখেন সব প্রেমিক-প্রেমিকাই। এক জীবনের জার্নিটা শেষ অব্দি কাটানোর জন্যই পরস্পর তাদের হাতটি শক্ত করে ধরে থাকেন। কখনো কখনো এই বিশ্বাসে ফাঁটল ধরে; কেউ কেউ হাতটিও ছেড়ে দেন।

ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করার পর জীবনের জার্নি একসঙ্গে শেষ করতে পারেননি সংগীতশিল্পী তাহসান খান। এ সংসার ভাঙার পর নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন— “তাহসানের বিশ্বাস ভেঙেছেন মিথিলা।” যদিও ‘বিশ্বাস ভাঙার’ সত্যতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

আঁখি যুগলে হারিয়ে গেছেন রোজা-তাহসান

আরো পড়ুন:

যাহোক, তাহসানের সঙ্গে সংসার ভাঙার দুই বছর পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তারপর থেকে ‘সিঙ্গেল’ জীবনযাপন করছিলেন ‘আলো’খ্যাত এই গায়ক। ভক্ত-অনুরাগীরা বিয়ে করার জন্য তাকে বহুবার তাগিদ দিয়েছেন। তবে নানা কায়দায় সেসব এড়িয়ে গেছেন তাহসান।

গত শুক্রবার দিবাগত রাতে তাহসান ও রোজা আহমেদের গায়েহলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর এ জুটির বিয়ের গুঞ্জন সামনে আসে। গতকাল আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

এরই মাঝে রোজা আহমেদের জীবনটাও সামনে চলে এসেছে। তার জীবনজুড়েও ‘সংগ্রাম’ কম নেই। বিয়ের পরের দিন অর্থাৎ রবিবার রোজা জানালেন, তাহসান তার কাছে ‘বিশ্বাস’ আর একটি ‘ঘর’ চেয়েছিলেন। এ বিষয়ে রোজা আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে বিস্তারিত জানিয়েছেন।

রোজা আহমেদের ভাষায়— “আমি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি যে, ক্ষমাশীল। সে তার জীবনে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছিল। এসব বিষয় এবং একটি ঘরের প্রতিশ্রুতি আমি তাকে দিয়েছিলাম। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।”

তাহসান-রোজার হাত দুটো আলাদা না হোক

তাহসানকে দেওয়া রোজার এসব প্রতিশ্রুতির প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি তাদের নতুন জীবনের জন্যও শুভকামনা জানাচ্ছেন। তাহসানের চাওয়া ‘বিশ্বাস’ ও ‘একটি ঘর’ রোজা তার ভালোবাসা দিয়ে আলোকিত করুক সেই প্রত্যাশা নেটিজেনদের।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়