রুপালি পর্দার ‘নবাব’ প্রবীর মিত্র আর নেই
রাহাত || রাইজিংবিডি.কম
চিত্রনায়ক প্রবীর মিত্র।
বাংলা চলচ্চিত্রের ‘নবাব’ খ্যাত স্বর্ণালী যুগের চিত্রনায়ক ও বহুমাত্রিক অভিনেতা প্রবীর মিত্র আর নেই। চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুর এক দিন বাদেই চলে গেলেন ক্যারিয়ার জীবনে প্রায় তার সমসাময়িক এই অভিনেতা।
রবিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক প্রবীর মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।
রাইজিংবিডি ডটকমকে প্রবীর মিত্রের মৃত্যুর বিষয়ে তথ্য দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। অঞ্জনার মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবার একটি দুঃসংবাদ চলচ্চিত্র অঙ্গনে আরেকটি বেদনার অধ্যায় বলে বর্ণনা করেছেন অনেক শিল্প ও কলাকুশলীরা।
মিশা সওদাগরের দেওয়া তথ্য অনুযাযী, “সর্বস্তরের শ্রদ্ধা জানাতে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এফডিসিতে প্রবীর মিত্রের মরদেহ আনা হবে।”
শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রবিবার (৫ জানুয়ারি) আইসিইউতে স্থানান্তর করা হয় প্রবীর মিত্রকে। এর আগে ১২ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে। শরীরে অক্সিজেন পাচ্ছিলেন না; যে কারণে আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। তেমন কোনো অগ্রগতি হয়নি; ক্রমেই খারাপ অবস্থার দিকে যান। ব্লাড লস হয়, প্লাটিলেটও কমে যায়।
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।
ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ঢাকা/রাহাত/রাসেল