ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

উনসত্তরে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেন চিরঞ্জীবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩০, ৬ জানুয়ারি ২০২৫
উনসত্তরে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেন চিরঞ্জীবী

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। অভিনয় ক্যারিয়ারে চার দশকের বেশি সময় পার করেছেন। দীর্ঘ এই জার্নিতে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই শিল্পী। বিনিময়ে পেয়েছেন মানুষের মুঠো মুঠো ভালোবাসা, অর্থ, যশ-খ্যাতি।

৬৯ বছরের চিরঞ্জীবী অভিনয়ে এখন নিয়মিত না হলেও প্রায় প্রতি বছরই দু-একটি সিনেমায় দেখা যায় তাকে। সম্প্রতি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিরঞ্জীবী। নাম ঠিক না হওয়া এ সিনেমার পোস্টার প্রকাশের পর আলোচনার শীর্ষে উঠে এসেছেন মেগাস্টার। বিশেষ করে শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমার পারিশ্রমিক নিয়ে ঢের আলোচনা হচ্ছে। কিন্তু কত টাকা নিচ্ছেন চিরঞ্জীবী?
 
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, নাম ঠিক না হওয়া এই সিনেমা প্রযোজনা করছেন সুধাকর। সিনেমাটির জন্য ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৬ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন চিরঞ্জীবী। এটি তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সিনেমা। এরই মধ্যে মোট পারিশ্রমিকের বড় অংশ নিয়েও নিয়েছেন এই মেগাস্টার।

নব্বই দশকের গ্যাংস্টার-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে নাম ঠিক না হওয়া সিনেমাটির কাহিনি। চিরঞ্জীবী তার বয়সের সঙ্গে মেলে এমন একটি চরিত্রে অভিনয় করবেন। মেগাস্টারকে অনন্য অবতারে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

১৯৭৮ সালে তেলেগু ভাষার ‘পুনাধিরুলু’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন চিরঞ্জীবী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ১৫০টির বেশি সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘খাইদি’, ‘পাসিবাড়ি প্রণাম’, ‘ইয়ামুডিকি মুগুডু’, ‘গ্যাং লিডার’, ‘ঘরনা মুগুডু’ প্রভৃতি।

কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কার দিয়েছে। ২০০৬ সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়।  

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়