ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

স্বামীর বিরুদ্ধে মুসকানের মামলা, আসামি অভিনেত্রী হংসিকাও

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৬ জানুয়ারি ২০২৫  
স্বামীর বিরুদ্ধে মুসকানের মামলা, আসামি অভিনেত্রী হংসিকাও

স্বামীর সঙ্গে মুসকান, হংসিকা মোতওয়ানি

স্বামী প্রশান্ত মোতওয়ানি ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ‘মাতা কি চৌকি’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমস। পারিবারিক সহিংসতার অভিযোগে দায়েরকৃত এ মামলায় আসামি করা হয়েছে মুসকানের ননদ অভিনেত্রী হংসিকা মোতওয়ানি, শাশুড়ি জ্যোতি মোতাওয়ানিকে।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর মুম্বাইয়ের আম্বলি থানায় ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৮-এ, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন মুসকান।

মামলার নথিতে মুসকান অভিযোগ করেছেন, তার বিয়েতে শাশুড়ি জ্যোতি, ননদ হংসিকা অতিমাত্রায় হস্তক্ষেপ করেছেন। যার ফলে স্বামী প্রশান্তের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজন মুসকানের কাছে দামি উপহার, অর্থ দাবির পাশাপাশি সম্পত্তি নিয়ে প্রতারণামূলক কার্যকলাপে লিপ্ত। তা ছাড়া মুসকান পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। মানসিক চাপের ফলে বেলস পালসি রোগে আক্রান্ত হয়েছেন; এতে করে ফেসিয়াল প্যারালাইজড হয়েছে তার।  

আরো পড়ুন:

এ বিষয়ে মুসকান ন্যান্সি বলেন, “হ্যাঁ, আমি আমার স্বামী প্রশান্ত, হংসিকা এবং জ্যোতি মোতওয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আইনি সহায়তা চেয়েছি। এ অবস্থায় এরচেয়ে বেশি কথা বলা বারণ।”

২০২১ সালে প্রশান্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুসকান। অনেক দিন ধরেই আলাদা থাকছেন তারা। ২০২২ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এ অভিনেত্রী জানান, তিনি বেলস পালসি রোগে আক্রান্ত এবং চিকিৎসা চলছে। এ বিষয়ে তাকে তার বাবা-মা খুব সহযোগিতা করছেন।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়