প্রবীর মিত্রের মৃত্যুতে তারকাদের শোক-শ্রদ্ধা
ছবির কোলাজ
গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘বড় ভালো লোক ছিল’খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। বরেণ্য এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে মিডিয়া অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকাই শোক প্রকাশ করেছেন।
শোক ও শ্রদ্ধা জানিয়ে শাকিব খান লিখেছেন, “যেখানে থাকুন, শান্তিতে থাকুন।” খলনায়ক মিশা সওদাগর লিখেছেন, “প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।”
বিদেশ থেকেই শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জায়েদ খান। এ নায়ক লেখেন, “প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক। হে আল্লাহ আমাদের শোক সইবার ক্ষমতা দাও।”
দিনাত জাহান মুন্নী শোক জানিয়ে লেখেন, “চলচিত্রে আমাদের আবেগের জায়গাজুড়ে ছিলেন প্রবীর মিত্র। অভিনয়ের বাইরে তিনি ছিলেন একান্ত নিভৃতচারী। তিনি চলচিত্রে সবসময় সৎ ব্যক্তির চরিত্রে অভিনয় করতেন। আজ তিনিও চলে গেলেন জীবন থেকে পরপারে। তার আত্মার শান্তি কামনা করছি।”
প্রবীর মিত্রের প্রয়াণে শোকগ্রস্ত সংগীত পরিচালক ইমন সাহা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “কী হচ্ছে কে জানে? ঈশ্বর কী চান তা একমাত্র তিনিই জানেন। গত কয়েকদিন ধরে শুধু আপন মানুষ হারানোর বার্তাই দিয়ে যাচ্ছি। প্রবীর মিত্র কাকু আমাদের পরিবারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমাদের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিটি সিনেমাতেই তার উপস্থিতি ছিল। তার মতো ভালো মানুষ এ জগতে বিরল। জীবনে কারো সাথে উচ্চস্বরে কথা বলেছেন বলে আমার চোখে পড়েনি। হাসিমুখ ছাড়া আপনাকে কোনোদিন দেখিনি। দীর্ঘ দিনের অসুস্থতা জানার পরও আপনার চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।”
নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল লিখেছেন, “প্রিয় প্রবীর চাচা, আপনি আমাদের মাঝে নেই শুনতে ভীষণ কষ্ট হলো। কিন্তু ঈশ্বরের বিধান আমরা মেনে নিতে বাধ্য। আমার বাবা আমজাদ হোসেনের প্রায় সব সিনেমাতে আপনি অভিনয় করেছেন। আপনার জন্য বাবা আলাদাভাবে যত্ন নিয়ে চরিত্র তৈরি করতেন। আপনি কত বড় মাপের শিল্পী তা বাংলাদেশের সকলে জানেন। আপনার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার পরিচালনাতেও কাজ করেছেন। আমাকে অনেক স্নেহ করতেন। আপনার ভালোবাসায় বন্দি আমরা। জীবনের শেষ বাস্তবতা কষ্ট ছাড়া আর কিছুই না। জীবন একটা স্মৃতি মাত্র। ওপারে ভালো থাকবেন চাচা।” গোলাম সোহরাব দোদুল লিখেছেন, “বিদায় কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র।”
প্রবীর মিত্র অভিনীত শেষ সিনেমা ‘শঙ্খচিল’। এটি মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটি পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ। এ সিনেমায় কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন প্রধান অভিনেতা। তার বিপরীতে ছিলেন ঢাকার কুসুম শিকদার। এরপর অসুস্থতার কারণে আর সিনেমায় অভিনয় করা হয়নি প্রবীর মিত্রের। সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছে ছিল এই অভিনেতার। কিন্তু তা সময়ের রাক্ষস গিলে খেয়েছে।
দীর্ঘদিন অর্থারইটিজ, বিশেষ করে হাঁটুর তীব্র ব্যথায় দীর্ঘদিন ঘরবন্দি থাকতে হয়েছে প্রবীর মিত্রকে। যাপন করতে হয়েছে প্রায় নিঃসঙ্গ জীবন। পরে অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়েছিলেন। এই রোগে প্রবীর মিত্রের হাড়ে ক্ষয় ধরেছিল।
ঢাকা/রাহাত/শান্ত