বিয়ের পরপরই প্রকাশ্যে আসছে তাহসানের ‘একা ঘর আমার’
তাহসান খান
বিয়ের পর্ব শেষ করেই সুখবর দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। নতুন একটি গান নিয়ে সবার সামনে আসছেন ‘আলো’খ্যাত এই গায়ক।
তাহসানের নতুন এই গানের শিরোনাম ‘একা ঘর আমার’। স্যাড–রোমান্টিক ঘরানার গানটির কথা ও সুর করেছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।
গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে গানটি।
সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।
ঢাকা/রাহাত/শান্ত