লুৎফর হাসানের কথায় গাইলেন মিতু
লুৎফর হাসান, কানিজ খন্দকার মিতু
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে বাউল সাধক ফকির লালন শাহর ‘সব লোকে কয়’ গেয়ে মন জয় করেছিলেন লোকশিল্পী কানিজ খন্দকার মিতু। বর্তমানে টিভি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মাঝে ‘হাত পা অবশ লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন কানিজ।
“তোমার বাড়ির সামনে গেলেই/ হাত পা অবশ লাগে/ কী জাদু জানো রে বন্ধু/ বুঝি নাই তো আগে”— এমন কথায় সাজানো গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত গায়ক লুৎফর হাসান। মজার ব্যাপার হলো, এ গানের গীতিকবি ও গায়িকা দুজনের জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইল জেলায়।
‘হাত পা অবশ লাগে’ গানের মিউজিক করেছেন শাহরিয়ার আলম মার্সেল এবং গানের ভিডিওর দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক শান সায়েক। ৮ জানুয়ারি গানচিল ফোক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নতুন গানটি নিয়ে শিল্পী মিতুর ভাষ্য, “আমি প্রথমেই লুৎফর ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা জানাব। দীর্ঘদিন ধরে তিনি বলছিল মিতু তোর জন্য একটা গান লিখব ভাবছি। আমিও অপেক্ষায় ছিলাম। হঠাৎ করেই ভাইয়া একদিন কল দিয়ে জানালেন তোর জন্য গান রেডি, গাইবি কবে? আমি তো অবাক! ওইদিনই গানের লিরিক্স আমাকে পাঠালেন এবং দুই দিন পরেই গানটিতে ভয়েজ দেওয়া। এবার গানটি প্রকাশ হলো। আশা করছি, গানের কথা ও গায়কি সবার ভালো লাগবে।”
লুৎফর হাসানের লেখা ক্লোজআপন ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার গাওয়া ‘চিত্রা নদী’ শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গান নিয়েও স্বপ্নটা তেমনি এই গায়ক-গীতিকারের।
লুৎফর হাসান বলেন, “সালমা’র কণ্ঠে ‘চিত্রা নদী’র দীর্ঘ সতেরো বছর পর আমি একটা খাঁটি মঞ্চের গান করলাম। যে গানের অপেক্ষায় থাকে মঞ্চভিত্তিক প্রত্যেক শিল্পী। এই গানের জন্য মিতুকে নির্বাচন করার সিদ্ধান্তটা হুট করে না। আমি অনেক ভেবেচিন্তেই মিতুর জন্য এই গান করলাম। কেননা, মিতু আর আমি একই এলাকার মানুষ। আমি যখন গান ছেড়ে দেব, মিতু কিংবা তার জুনিয়ররা এই গান গাইতে থাকবে, যেমন এখনো সালমার কণ্ঠের ‘চিত্রা নদী’ সমান জনপ্রিয়। আমি এরকমই স্বপ্ন দেখি, স্বপ্ন কতটা এগিয়ে নেবে, সে সিদ্ধান্ত একান্ত মিতুর। কারণ গানের মূল যত্নটা তার। শুভকামনা মিতুর জন্য।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে স্নাতক ও লোকগান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিতু। বর্তমানে রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজে গানের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ঢাকা/রাহাত/শান্ত