বিয়েটা বাড়ি ফেরার চাকরি, দাবি তেপ্পান্নর অবিবাহিত রুদ্রনীলের
রুদ্রনীল ঘোষ
ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার (৬ জানুয়ারি) এ অভিনেতার জন্মদিন। বছর ঘুরে বিশেষ এই দিনটি এলেই একটি বিষয় আলোচনায় উঠে আসে। তা হলো— কবে বিয়ে করছেন রুদ্রনীল? কারণ বায়ান্না পূর্ণ করে তেপ্পান্ন বছর বয়সে পা রাখলেও এখনো অবিবাহিত তিনি।
জন্মদিনের সকাল থেকে যতজন তাকে ফোন করেছেন, সবাই তাকে বিয়ের কথাই বলেছেন। এ তথ্য উল্লেখ করে রুদ্রনীল ঘোষ ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “সকাল থেকে যতগুলো ফোন পেলাম, সব কটাতেই একই প্রশ্ন, এবার তো কর বিয়েটা। আমি বলেছি করব।”
এর আগে বিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন ভাবনার কথা জানিয়েছেন রুদ্রনীল। বায়ান্ন পূর্ণ করার দিনেও নতুন উপলদ্ধির কথা জানালেন রুদ্রনীল। তার ভাষায়, “আমার মাঝেমধ্যে মনে হয়, মানুষ বিয়ে করেন সেটা করতে হয় বলে। বিয়েটা যেন বাড়ি ফেরার চাকরি।”
জীবনের এ পর্যায়ে রুদ্রনীলের চাওয়া বাকি জীবনটা যেন মানুষ তাকে ঘিরে থাকেন। এ বিষয়ে তিনি বলেন, “যাই করি না কেন একা চলতে পারি না। দশটা মানুষকে পাশে পেতে ইচ্ছা করে। অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছি। এবার এটাই চাই, জীবনের বাকি অংশটা যেন সকলে ঘিরে থাকেন।”
রুদ্রনীলের মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধুদের অনেকে বিয়ের পিঁড়িতে বসলেও এখনো অবিবাহিত রুদ্রনীল। রুদ্রর বন্ধু পরমব্রত চ্যাটার্জি, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তীও বিয়ে করে সংসারে থিতু হয়েছেন। তবে গত ১০ বছর ধরে বিয়ের কথা ভেবেই যাচ্ছেন রুদ্র। কিন্তু হচ্ছে না। গত বছরের শুরুতে রুদ্রনীল জানিয়েছিলেন, ২০২৪ সালে বিয়েটা করেই ফেলবেন। কিন্তু তা আর বাস্তবে রূপ নেয়নি।
ঢাকা/শান্ত