ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

‘তাহসানের স্ত্রীর আগের সম্পর্ক এখন সামনে আনা বিকৃত রুচির পরিচয়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৪, ৬ জানুয়ারি ২০২৫
‘তাহসানের স্ত্রীর আগের সম্পর্ক এখন সামনে আনা বিকৃত রুচির পরিচয়’

জয়, স্ত্রীর সঙ্গে তাহসান খান

সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান মানেই অন্যরকম উন্মাদনা। তার গানের ভক্ত সংখ্যা যেমন কম নেই, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীরাদের আগ্রহ তুঙ্গে। সেই প্রিয় শিল্পী হঠাৎ বিয়ে করায় বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নেয়।

তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর যখন আলোচনার শীর্ষে, তখন নাম প্রকাশ না করার শর্তে এক যুবক গণমাধ্যমে দাবি করেন— “রোজা আহমেদ তার প্রাক্তন প্রেমিকা।” এরপর এ নিয়ে মেতে উঠেন নেটিজেনরা। কিন্তু বিষয়টি ভালোভাবে দেখেননি বিতর্কিত সঞ্চালক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

জয় তার ভেরিফায়েড ফেসবুকে তাহসানের স্ত্রী প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেতা বলেন, “তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল, এটা এ সময়ে সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়।”

আরো পড়ুন:

তাহসানের স্ত্রী রোজার রূপ নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে। এ বিষয়ে জয় বলেন, “তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহপাক উপর থেকে সব ফয়সালা করেন। কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে, সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেই। ফাইনালি, নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়।”

তাহসান-রোজার বিয়ে নিয়ে যখন গোটা দেশ ব্যস্ত, তখন মেজর ডালিমের সাক্ষাৎকার সামনে আসে। ফলে তাহসানের স্ত্রী রোজার পূর্বের প্রেমের আলোচনায় খানিকটা ভাটা পড়েছে বলে মত জয়ের।

এ বিষয়ে শাহরিয়ার নাজিম জয় বলেন, “আল্লাহ বাঁচাইছে তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে সরগল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাপা পড়ছে। সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা, যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।”

উল্লেখ্য, ৪ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়