মন্দিরে গিয়ে ফের কটাক্ষের শিকার সারা আলী
মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে সারা আলী খান
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। সাইফ-অমৃতার বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন সারা। জন্মসূত্রে মুসলিম হলেও মায়ের সান্নিধ্যে হিন্দু ধর্মের প্রতিও তার টান দৃশ্যমান। কাশী বিশ্বনাথ ধাম, কামাখ্যা মন্দির, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কেদারনাথসহ অনেক তীর্থক্ষেত্র ঘুরে বেড়াতে দেখা গেছে সারা আলী খানকে।
সারা আলী খান মন্দিরে গিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন। ফের মন্দিরে গিয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সোমবার (৬ জানুয়ারি) সারা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেন, “সারার বছরের প্রথম সোমবার, জয় ভোলানাথ।” এসব ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় শুরু হয়। ইসলাম ধর্মাবলম্বী হয়েও কেন মন্দিরে গেলেন তা নিয়ে চলছে চর্চা। অনেকে তাকে কটাক্ষ করেও মন্তব্য করেছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছিলেন সারা আলী খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো এই মন্দিরে তোলা।
মন্দির দর্শন নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন সারা আলী খান। এর আগে এক সাক্ষাৎকারে সারা আলী খান বলেছিলেন— ‘আমি খুব মন দিয়ে আমার কাজ করি। আমি আমার দর্শক ও অনুরাগীদের জন্যই কাজ করি। আমার খারাপ লাগবে, যদি আপনারা আমার কাজ পছন্দ না করেন। তবে ব্যক্তিগত বিশ্বাসের জায়গাটা আমার নিজস্ব। আমি বাংলা সাহিব, মহাকাল মন্দিরেও সেই শ্রদ্ধা নিয়েই যাই, যে শ্রদ্ধা নিয়ে আমি আজমীর শরীফে যাই। আমি এই যাওয়া বন্ধ করব না।’
সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। গত বছরের ২১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিনেমাটি। তা ছাড়াও সারার হাতে আরো তিনটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘স্কাই ফোর্স’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন।
ঢাকা/শান্ত