গায়ক উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড
উদিত নারায়ণ
বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টায় মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির শাস্ত্রী নগরে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন মারা গেছেন।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, উদিত নারায়ণ স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে বসবাস করেন। গতকাল রাত ৯টা ১৫ মিনিটে এ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ১১টা ২০ মিনিটে তারা শনাক্ত করে ভবনের লেভেল ১১-তে মূলত আগুন লেগেছে। রাত ১টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় রাহুল মিশ্রা নামে ৭৫ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তিনি লেভেলে ১১-তে বসবাস করতেন। ঘটনার সময়ে তার ফ্ল্যাটে ছিলেন ৩৮ বছরের রওনক মিশ্রা। তাকে গুরুতর আহত অবস্থায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের লেভেল ১১-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের লেভেল নাইনে বসবাস করেন গায়ক উদিত নারায়ণ। এ গায়ক সুস্থ ও নিরাপদে আছেন। তবে এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন এই শিল্পী।
ঢাকা/শান্ত